আওয়ামীলীগ সরকারের আমলে উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে -এম,পি হেলাল

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিএনপির আমলে এত উপকারভোগী ছিল না।

শনিবার বিকালে রাণীনগর উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে খট্টেশ^র রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কমসূচির আওতায় উপকারভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় এসে জনগণকে ভিজিডি, ভিজিএফ, ১৫ টাকা কেজি চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, গর্ভবতী ভাতাসহ অন্যান্য সেবা দিচ্ছে। আর এসব সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ। যাদের থাকার কোন ঘর ছিলনা তাদেরকে জায়গাসহ বাড়ি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সাধারণ মানুষের দৌড়গড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবারও চালু করেছেন। সেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে সেবা দেওয়াসহ বিভিন্ন প্রকার ঔষধ দেওয়া হচ্ছে।

এমপি হেলাল বলেন, বিএনপির আমলে এদেশে তেমন কোন ভাতাভোগীর সংখ্যা ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আমলে দেশে বাড়ছে ভাতাভোগীর (উপকারভোগী) সংখ্যা। এরই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলায় সকল ধরনের উপকারভোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন উপকারভোগীরা।

এছাড়া মতবিনিময় সভায় সদর ইউনিয়ন পরিষদের সাড়ে ছয় হাজার উপকারভোগী এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *