বাগেরহাট শহরে মেশিনারিজ দোকানে চুরি 

বাগেরহাটে মেশিনারিজ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে ৩ রা অক্টোবর মঙ্গলবার গভীর রাতে শহরের বাগেরহাট হেলালউদ্দিন ষ্টেডিয়ামের সামনে অবস্হিত মনির মেশিনারিজ এর সার্টারের ৬ টি তালা ভেঙ্গে একটি ট্রাকে করে দোকান ভর্তি মালামালের মধ্য থেকে বিক্রয়ের জন্য রাখা আনুমানিক ৭০-৮০ পিচ বিভিন্ন সাইজের টায়ার, দুটি ড্রামে ভর্তি ডিজেল এবং ক্যাশবাক্স ভেঙ্গে আনুমানিক ৬ থেকে ৭ হাজার টাকা,মোবিল সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় চোরেরা।
চুরি যাওয়া টায়ার এবং ডিজেলের আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা বলে দাবি করেছেন দোকান মালিক মনির হোসেন। তিনি জানান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ীতে চলে যান সকালে বৃষ্টির কারনে দেরিতে এসে দেখেন সার্টারের তালা সব খোলা এবং সেখানে তালা নেই এই অবস্হা দেখে সন্দেহ হলে ভিতরে গিয়ে দেখেন ক্যাশ বাক্স ভাঙ্গা টাকা নিয়ে গেছে,টায়ারগুলি এবং ডিজেল নেই।পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।
পার্শ্ববর্তী দোকানের সি সি ক্যামেরায় রাত তিনটার দিকে বাসষ্টান্ডের দিক থেকে একটি নম্বর বিহীন ট্রাককে ওই দোকানের সামনে থামতে দেখা যায় এবং একব্যক্তি ট্রাক থেকে নেমে রেকি করছিলো।এর দীর্ঘসময় পর ট্রাকটি ঘুরিয়ে আবার বাসষ্টান্ডের দিকে চলে যায়। স্হানীয় ব্যবসায়ীদের অভিযোগ সম্প্রতি বাগেরহাটে ব্যাপকভাবে চুরি বেড়ে গিয়েছে,তারা এখন চরম আতংকে দিন কাটাচ্ছে।  এ ব্যাপারে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম মুঠোফোনে জানান ঘটনা শুনে সদর সার্কেল স্যার সহ আমরা ঘটনাস্হল পরিদর্শন করেছি।চোর সনাক্তে একাধিক টিম কাজ শুরু করেছে।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *