১২ বোতল ফেনসিডিল সহ ৭ এপিবিএন সিলেটের হাতে একজন আটক
কানাইঘাট থেকে ১২ বোতল ফেনসিডিল সহ আব্দুর রহিম (২২)’কে আটক করেছে ৭-এপিবিএন সিলেট।
সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
এস আই মোঃ আবু তাহের মঙ্গলবার (০৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আসাবুর রহমান এর নেতৃত্বে গত মঙ্গলবার (০২ অক্টোবর) রাত ১১.৫০ মিনিটের সময় সিলেট জেলার কানাইঘাট থানাধীন বরবন্দ বাজারস্থ জসিম সুইট মিট এর সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১২ বোতল ফেনসিডিল এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ উপজেলার সিংহগারী পাড় গ্রামের মোঃ আব্দুল নূরের ছেলে মোঃ আব্দুর রহিম (২২) কে আটক করা হয়। তারপর কানাইঘাট থানায় উক্ত ঘটনার বিষয়ে আমি বাদী হয়ে এজাহার দায়ের করি ‘।