বরিশালে তিন হাজার পাঁচশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) ভোর সোয়া ৫টায় বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সোয়া ৫টায় বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় অর্পিতা মিষ্টান্ন ভাণ্ডারে সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সাড়ে তিন হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের বেলতলার নিবাসী আব্দুল মন্নান খলিফার পুত্র মোঃ হেলাল হোসেন (২৫) এবং বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের হাটখোলার নিবাসী আব্দুস সালাম হাং এর পুত্র মো: সন্টু খান (৩০)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সোয়া ৫টায় নগরীর হাতেম আলী চৌমাথায় চট্রগ্রাম টু মঠবাড়িয়াগামী একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।