আমার অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে – নোবেল

দুই বাংলার জনপ্রিয় গায়ক সারেগামাপা খ্যাত মাইনুল আহসান নোবেলের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাক হওয়া নোবেলের অফিসিয়াল ওই পেজ থেকে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়েছে। এতে করে আবারো নতুন করে বিতর্কে পড়তে হয়েছে এ গায়কের।

শুধু অশ্লীল ভিডিও নয় বিভিন্ন জুয়ার সাইটের লিংকও শেয়ার করা হচ্ছে পেজটি থেকে। গত বৃহস্পতিবার (৯ আগস্ট) নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়।এরপরই ওই পোস্টের কমেন্ট বক্সে নিন্দার ঝর তোলেন নেটিজেনরা। তবে নোবেল বলছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।

সম্প্রতি শেয়ার করা ওই ভিডিও নিয়ে নোবেলের সাথে মুঠোফোনে কথা হয় ঢাকা পোস্টের। এসময় নোবেল বলেন, আমার ১.৭ মিলিয়নের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি গত দুই মাস হ্যাক হয়েছে। অফিসিয়াল ভেরিফাইড পেইজটি হ্যাক হওয়ার পর থেকে তা এখনও রিকোভার করা সম্ভব হয়নি ।

এরই মধ্যে হ্যাকার উক্ত পেইজটি থেকে বিভিন্ন রকম অশ্লীল পোস্ট এবং বিভিন্ন অশ্লীল লিংক শেয়ার করে যাচ্ছে ।পেজটি থেকে আমার কিছু কাছের মানুষদের কাছেও এমন লিংক পাঠানো হয়েছে। আমার পেইজ থেকে সমস্ত ভিত্তিহীন এবং অশ্লীল পোস্ট বা মেসেজ এর জন্য দুঃখ প্রকাশ করছি আমি।ফেসবুক থেকে পেইজটি দ্রুত রিকোভার করার চেষ্টা চলছে ।

এছাড়া সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশাকরি হ্যাকারদের কাছ থেকে দ্রুতই পেজটি পুনরুদ্ধার করা হবে। তবে কারা হ্যাক করেছে সেটা আমি জানি না। এসময় তিনি আরো বলেন, পিছনের সব কথা ভুলে আমি আগের নোবেলে ফিরে যেতে চাই। একারণে সবার সহযোগিতা কামনা করছি।

অনেক হয়েছে আর পাগলামি করতে চাই না। আল্লাহ ও তার নবী রাসুলের উপর বিশ্বাস রেখে বাবা মা কে নিয়ে আগামী দিন গুলো ভালো থাকতে চাই। নোবেলের কন্ঠে কিছুদিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে কলিজা শিরোনামে একটি নতুন গান। গানটি লিখেছেন এইচ এম নিপু ও সুর করেছেন মিশকাত। গানটি চ্যানেল এইচ এম এর ব্যানারে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে নোবেল বলেন, গানটি শ্রোতাদের মনে যায়গা করে নেবে বলে আমি আশাবাদী।

অনেকদিন পর এমন একটি মৌলিক গান গেয়েছি। গানটির মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অল্পকিছু দিনের মধ্যে গানটি চ্যানেল এইচ এম এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি । এবং গানটি প্রকাশের পর হিট হবে বলে আশা করছি। চলতি মাসের আগস্টের প্রথম দিক থেকে নিজ জন্মস্থান গোপালগঞ্জের শহরতলীর ঘোষেরচরে অবস্থান করছেন এ গায়ক। সেখানে বাবা মা, ভাই বোন সহ পরিবারের সঙ্গে বেশ মধুর সময় কাটাচ্ছেন তিনি।শহরের বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছেন বন্ধু সহ কাছের মানুষদের সঙ্গেও।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *