গোপালগঞ্জে বদলি জনিত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা প্রদান
গোপালগঞ্জে বদলি জনিত বিদায়ী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম -কে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের আয়োজনে বুধবার (২৮ জুন) অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাইমিনুুল ইসলাম, গোপালগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, ওসি (অপারেশন) মতিয়ার রহমান, সদর ফাঁড়ির আইসি মোস্তাফিজুর রহমান মোল্লা, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালু, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান টুটুল সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান টুটুল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতল চন্দ্র পালের সভাপতিত্বে বিদায়ী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম -কে নিয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা একজন সজ্জন, সদালাপী, সদাহাস্যজ্বল মানবিক পুলিশ অফিসার ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে তার সূখী, সম্মৃদ্ধ, সাফল্যে ভরপুর কর্মময় জীবন কামনা করেন বক্তারা।