বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা বর্নাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে পালিত।

গত (২০ জুন) রোজ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর ব্রজমোহন কলেজ রোডের রাধা-শ্যাম-সুন্দর মন্দির প্রাঙ্গনে শ্রী ম্রী জগন্নাথ দেবের  রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী (অবঃ) কর্নেল জাহিদ ফারুক শামীম।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে সনাতন ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বর্নাঢ্য এই রথযাত্রা বের করা হয়। তবে প্রতিবছর একই রথে করে বলদেব, সুভদ্রা ও জগন্নাথকে নিয়ে যাত্রা হলেও এবারে তিনটি ভিন্ন ভিন্ন রথে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রথে বলদেব, তারপর সুভদ্রা ও শেষে জগন্নাথ দেব রথযাত্রা করে।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকার পূজা মন্ডপ ও আশ্রম থেকে ভিন্ন ভিন্ন সাজ-সজ্জায় রথযাত্রা ও শোভাযাত্রা জেল নগরীর সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে  সমাপ্তি ঘটে উল্টো রথের উদ্দেশ্যে এবং সেখানেই বলদেব, সুভদ্রা ও জগন্নাথদেবকে স্থাপন করা হয়।

সপ্তাহ পেরোলেই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে সু-সজ্জিত উল্টো রথ টেনে শেষ হবে উৎসবের পরবর্তী আয়োজন। তবে নগরীতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ-বৃদ্ধ্যা, নারী-পুরুষ, তরুণ-তরুনীদের উৎসাহ ও আনন্দ সমাগম ছিল চোখে পড়ার মতো। এছাড়া রথযাত্রা চলা অবস্থায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

নির্ভীগ্ন ও শান্তিপূর্ন রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থনে তৎপর ছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *