ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ্উপলক্ষে এডভোকেসী সভা
ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান (বিপিএএ)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ।