গোপালগঞ্জে এমপি’র স্বাক্ষর জাল করে সুবিধা নিতে গিয়ে আটক হলেন ২ প্রতারক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র স্বাক্ষর জাল করে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সুবিধা নিতে গিয়ে পুলিশের নিকট গ্রেপ্তার হলেন দুই প্রতারক। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা থানার গাইকুর গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে এস এম সুলাইমান (৬৫) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পাটগাতি গ্রামের মৃত আকমাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫৬)।

বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা। এজাহার সূত্রে জানাযায়, গত সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের একটি ভিজিটিং কার্ড দেখিয়ে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করেন। পরে বেঞ্চ সহকারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে সেই কার্ডটি দেখান যার অপর পাশে “বরাবর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। জনাব শুভেচ্ছা নিবেন। শেখ শহিদুল ইসলাম নামক একজনকে পাঠালাম। সার্বিক সহযোগিতার সুপারিশ করছি __ শেখ সেলিম”। পরে বিষয়টি সন্দেহ হলে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. এম জুলকদর রহমানকে জানানো হয়। পরে ভিজিডিং কার্ডে উক্ত লেখা ও স্বাক্ষর জাল মর্মে নিশ্চিত করলে অভিযুক্তদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয়। মামলা নং –৪৩, তারিখ ২২/০৫/’২৩, ধারাঃ ২০০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১ দঃবিঃ। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *