বরিশাল বিশ্ববিদ্যালয়ে নৌকার প্রচারণায় ছাত্রলীগের শোভাযাত্রা

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের একটি পক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ শোভাযাত্রার আয়োজন করে তারা। এসময় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান উপস্থিত বক্তাগণ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ঐ শোভাযাত্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একাডেমিক ভবনের নিচ তলায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা করেন নেতাকর্মীরা। এসময় বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মুয়ীদুর রহমান বাকি, রাকিব হাসান রনি, সাইমুন ইসলামসহ প্রমুখগন। বক্তারা বলেন, বরিশাল শহরকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা জরুরি ও আবশ্যক এবং ববি ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করতে সর্বাত্মক ভাবে কাজ করা হবে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রলীগ কর্মী নির্বাচনের মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকার আহ্বান রইলো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *