২৯টি মোবাইল ফোন উদ্ধার সহ এক চোরা কারবারীকে আটক করেছে পুলিশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ এক চোরা কারবারীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ এপ্রিল) রাত অনুমান ৮ টার দিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান ও সঙ্গীয় পুলিশ পরিদর্শক তদন্ত, সেকেন্ড অফিসার এসআই মনোজ কুমার ও এস আই জাফর সহ টুঙ্গিপাড়া থানাধীন সিঙ্গীপাড়া বাজারস্থ রাস্তার পাশে ‘ ইকবাল টেলিকম’ নামীয় মোবাইল এক্সোসরিজ ও রকমারি মনোহারী দোকানে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ২৯ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।

টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান সাংবাদিকে জানান, অভিযান পরিচালনা কালে স্থানীয় আশেপাশের দোকানদাররা উপস্থিত ছিলো। অভিযানের সময় দোকানে উপস্থিত কর্মচারী আনিসুর রহমান (২০) এর বাহির করিয়া, দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তাহার হেফাজতে তথা দোকান হইতে সর্বমোট ২৯ টি বিভিন্ন রং ও মডেলের এন্ড্রোয়েড মোবাইল ফোন যাহা কাগজপত্র বিহীন, বিভিন্ন সময়ে ক্রয়কৃত চোরাই মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য এলাকায় জনশ্রুতি রয়েছে উক্ত দোকানের স্বত্বাধিকারী জনৈক ইকবাল (২৮), পিতা-সায়েম শেখ, সাং-দক্ষিণ কুশলী, কুশলী ইউপি, টুঙ্গিপাড়া থানা ও তাহার কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন যাবত অভ্যাসগতভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসতেছে। উপরোক্ত বিষয়ে মামলা হয়েছে ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *