আজ ১৫ মার্চ, বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে। ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনের শুভ সূচনা হয়।
উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন.এফ.কেনেডির উদ্যোগে মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি লাভ করে। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐ ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ১৫ মার্চ পালিত হয়ে আসছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ১৯৮৫ সালে জাতিসংঘের মাধ্যমে গঠিত জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করা হয়। সারা বিশ্বজুড়ে ১১৫টি দেশে সর্বমোট ২২০টি সংগঠন বিশ্ব ভোক্তা অধিকার দিবসটি পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশের সকল বিভাগীয় ও জেলা কার্যালয় গুলোতে আলোচনা সভাসহ নানান কর্মসূচি গ্রহণ করে থাকে।
এরই ধারাবাহিকতায়,”নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই পতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অদ্য (১৫ মার্চ) রোজ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন র্যাব-৮ বরিশাল এর অধিনায়ক ক্যাপ্টেন জনাব আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, ক্যাব বরিশালের সভাপতি হিরণ কুমার দাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব অপূর্ব অধিকারী,সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া এসময় সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, গনমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা দিবসটি পালনে বিভিন্ন বিষয় নিয়ে তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।