রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে বাসুমতি রাণী (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর ঋষিপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

রাতে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসুমতি রাণী কৃষ্ণপুর ঋষিপাড়া গ্রামের সুজন চন্দ্রের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসুমতির স্বামীরা দুই ভাই এবং এক বোন ছিলেন। তাদের মায়ের নামে বাড়ির জায়গাসহ ৩ কাঠা জায়গা ছিল।

বুধবার সুজন ও তার ভাই মায়ের নামের ওই জায়গা তাদের নামে লিখে দিতে মাকে বলেন। মা জমি দুই ছেলেকে লিখে দিতে অসম্মতি জানান। এ সময় মায়ের সাথে ছেলে সুজনসহ দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এমতাবস্থায় সুজনের সাথে তার মায়ের ঝগড়ার সময় কথা ধরেন সুজনের স্ত্রী বাসুমতি। এ সময় বাসুমতিকে তার শ^াশুরি গালিগালাজ করেন।

এ কারনে বাসুমতি তার স্বামীকে জানিয়ে দেন তিনি আর একই পরিবারে ওই বাড়িতে থাকবেন না। এরই জের ধরে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে স্বামী বাজারে গেলে সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন বাসুমতি।

কিছুক্ষণ পর স্বামী সুজন বাড়িতে এসে ঘরের দরজা ভিতর থেকে লাগনো দেখে দরজা ভেঙে ঘরে ঢুকে তীরের সাথে দড়ি দেওয়া অবস্থায় স্ত্রী বাসুমতির ঝুলন্ত লাশ দেখতে পায়। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে গৃহবধূ বাসুমতির ঝুলন্ত লাশ উদ্ধার করে শনিবার রাতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *