টুঙ্গিপাড়ায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রাজনৈতিক সহযোদ্ধা এস এ মালেক স্মরণে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার এক হাজার দরিদ্র নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।

বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান লালটু প্রমূখ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *