ফকিরহাটে চুরির ঘটনায় মামলা

ফকিরহাট উপজেলা জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের একটি বসতঘরে চুরির ঘটনায়
ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) মো. শহিদুল ইসলামের স্ত্রী মোসা:
পারভীন নাহার নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগি পরিবার জানায়, গত ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কে বা কাহারা মো.
শহিদুল ইসলামের ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় নগদ টাকাসহ স্বর্ণালংকার, মোবাইল ফোন
ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে ভুক্তভোগি
পরিবার জানান। তবে এখনো কেউ আটক ও মালামাল উদ্ধার হয়নি।
এ ঘটনায় প্রথমে মোসা: পারভীন নাহার সংশ্লিষ্ট মডেল থানায় একটি জিডি করেন। পরবতর্ীতে
একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনার রশিদ বলেন, ঘটনার সাথে
জড়িতদের আটক ও চুরির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি
বলেণ মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *