কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার(১০জানুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধ নিবেদন করেন। এরপর সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, পৌর মেয়র হাজী মোঃকামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন খান,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এস এম ইস্রাফিল, কামরুল ইসলাম শাহ, বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *