রাঙ্গাবালীতে এক স্কুলছাত্রী নিখোঁজ, সহপাঠীদের মানববন্ধন

আজ রবিবার সকালে উপজেলার চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিখোঁজ স্কুলছাত্রীর সহপাঠী, শিক্ষক ও অভিভাবকেরা এ মানববন্ধন করেছেন। পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে গত শুক্রবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী (১২) নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শনিবার সন্ধ্যায় আল আমিন (৪০) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। এদিকে ওই স্কুলছাত্রীর সন্ধান এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে ওই স্কুলছাত্রীর সহপাঠী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। আজ রোববার সকালে উপজেলার চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে স্কুলের দুই শিক্ষক সুমাইয়া বেগম ও সামসুনাহার বেগম দ্রুত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান ও জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *