গোপালগঞ্জের কংশুর খালের সংযোগ পুনঃ স্থাপনের নির্দেশনা দিলেন ডিসি কাজী মাহবুবুল আলম

গোপালগঞ্জে জনস্বার্থে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কংশুর খালের সংযোগ পুনঃ স্থাপনের দিকনির্দেশনা দিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত কংশুর খাল-এর সাথে এমবিআর চ্যানেলের সংযোগস্থল সুইসগেট দ্বারা বহু বছর বন্ধ থাকায় স্থানীয় কৃষি জমির সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ায় উক্ত খাল ও চ্যানেলের সংযোগস্থল খুলে দেওয়ার জন্যে স্থানীয় জনসাধারণের গণদাবির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলার সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দের একটি প্রতিনিধি দল অত্র স্থল সরেজমিনে পরিদর্শন করেন।

বর্তমান প্রেক্ষাপটে জনস্বার্থে বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপন অতিব জরুরী হওয়ায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বন্ধ খালের সংযোগটি পুনঃ স্থাপনের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ ওই এলাকায় উৎপাদিত পণ্য সমূহ নৌপথে আনা- নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানাগেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *