গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারজন ।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। রবিবার ২৫ ডিসেম্বর দুপুরে কাশিয়ানী উপজেলার বাট্রাইধোবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানি উপজেলার বাথনডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। নিহত আমানউল্লাহ সহ আহতদের মধ্যে তিনজন একই পরিবারের।
তারা সকলেই উপজেলার ভাটিয়াপাড়া মামা বাড়ি থেকে দাওয়াত শেষে নিজ বাড়ি বাথনডাঙ্গা ফিরছিলেন। বিষয় টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম। তিনি জানান,নিহত আমানউল্লাহ সহ তার পরিবার ভাটিয়াপাড়া মামা বাড়ি থেকে দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে উপজেলার বাট্রাইধোবা দুলাল সাহা স্ট্যান্ডের বাইপাস সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক একটি বাস ইজিবাইকটি কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন ও চারজন আহত হন। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশংকাজনক রয়েছে।