মোল্লাহাটে প্রেমিক প্রেমিকার পালায়ন,

বাগেরহাটের মোল্লাহাটে তৃতীয়বারের মতো এক কলেজ ছাত্রের সাথে এক স্কুল ছাত্রী (প্রেমিক প্রেমিকা) বাড়ি থেকে পালানোর ঘটনায় মিথ্যা অপহরণের অভিযোগ হয়েছে বলে জানা গেছে। গত শনিবার (১৭ নভেম্বর) সন্ধায় উপজেলার বৈঝাকী এলাকার মনোতোষ পোদ্দারের ছেলে কলেজ ছাত্র সৌরভ পোদ্দারের সাথে জয়ডিহি এলাকার স্বপন টিকাদারের মেয়ে ১০ শ্রেণীর ছাত্রী শিমুল টিকাদার পালিয়ে যাওয়ার ঘটনায় এ মিথ্যা অভিযোগ হয়। আসল ঘটনা আড়াল করে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সৌরভ পোদ্দারের বাবা মনোতোষ পোদ্দার এবং মা শিলা রানী পোদ্দার জানান, তাদের ছেলে গত শনিবার দেড়বোয়ালিয়া মন্দিরে কীর্তন গান শুনতে যেয়ে রাতে বাড়ি আসে নাই, তারা ভেবেছিল যে, তাদের ছেলে হয়তো কোন বন্ধু বা আত্মীয়ের বাড়িতে আছে। পরেরদিন রবিবার তাদের বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ দায়ের করে ওই মেয়ের বাবা। যা পরে থানা পুলিশের মাধ্যমে তারা জানাতে পারেন। তারা আরো বলেন, যেহেতু ছেলে মেয়ে একসাথে নিখোঁজ, সেহেতু তারা হয়তো পালিয়ে একসাথে থাকতে পারে।

কারণ এর আগে দুই বার ওই মেয়ে আমাদের বাড়িতে চলে আসে, মেয়ে ও ছেলের বয়স কম হওয়ার কারণে মেয়েকে দুই বারই তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। যা অনেকে জানেন। আমাদের বাড়িতে বা কাছে আসলে আবারো ফিরিয়ে দেবো সে কারণে হয়তো কোথাও পালিয়ে আছে। তাদের খুঁজে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা চলছে বলেও জানান তারা। স্থানীয় কেরামত আলী ভূঁইয়া জানান, অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই মেয়েকে দুই বার তিনি তার বাবার কাছে বুঝে দিয়েছেন, ছেলের বাড়ি থেকে দ্বিতীয় বার কোন ভাবেই তার বাবার সাথে যেতে চাচ্ছিল না, তবুও অনেক বুঝিয়ে তাকে পাঠানো হয়। জনৈক প্রশিত মন্ডল জানান, অনেক বার ওই মেয়ে চলে আসছে বলে শুনেছি। একবার আমি নিজে ওই মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। এখানে অপহরণের কোন কিছু নাই।

এ বিষয়ে স্কুল ছাত্রী শিমুল টিকাদারের বাবা স্বপন টিকাদার জানান, এর আগে আমার মেয়েকে ভুল বুঝিয়ে একবার নিয়েছিল, সেবার কাহালপুর গ্রামের প্রশিত মন্ডলকে সাথে নিয়ে আমার মেয়েকে বাড়ি আনি। এর কয়েক মাস পর গত শনিবার রাত সাড়ে ৬টার দিকে আমার মেয়ে বাথরুমে গেলে ওই ছেলে ও তার বাবা মা অপহরণ করে নিয়ে যায়। তাই থানায় অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আকাশ শেখ ও ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম জানান, ওই মেয়ে ও ছেলের বয়স কম হলেও তারা আগেও এভাবে পালিয়েছে বলে শুনেছি।

এটা কোন অপহরণের ঘটনা না। তবু ওদের বয়স কম বলে আইনানুগ ভাবে বিবাহ দেয়া যাবে না। তাই তাদেরকে উদ্ধার করে বুঝিয়ে যার যার বাড়ি/অভিভাবকের নিকট দিতে হবে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, অপহরণ ঠিক না, প্রেমের টানে এর আগেও ওই ছেলের সাথে গেছিল। তখন উদ্ধার করা হয়। আবার গেছে। তবে, মেয়ের বয়স কম তাই অবশ্যই উদ্ধার করে তার বাবা মার কাছে দেয়া হবে। এজন্য জোর তৎপরতা চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *