বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় টুঙ্গিপাড়ায় মন্ত্রিপরিষদ বিভাগের‌ সচিব কবির বিন আনোয়ার

বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের নবনিযুক্ত সচিব (পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব) কবির বিন আনোয়ার পিএএ।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নওয়াব আলী’র পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে মন্ত্রী পরিষদ বিভাগের নবনিযুক্ত সচিব কবির বিন আনোয়ার অংশ নেন।

সচিবের সফর সঙ্গী হিসেবে এসময় যুগ্মসচিব মো. লুৎফর রহমান, উপসচিব মো. শাহজাহান আলী, সচিবের একান্ত সচিব স. ম. আজহারুল ইসলাম, ফরিদপুর পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো.গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, বশেমুরবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে মন্ত্রী পরিষদ বিভাগের নবনিযুক্ত সচিব কবির বিন আনোয়ার গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *