গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এনপিএস -এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে সামনে সরকার অনুমোদিত গগমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিএস গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মান্না মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – বিশ্বজিৎ চন্দ্র সরকার, ভাইস প্রেসিডেন্ট মো. রকিবুল ইসলাম। এছাড়াও দপ্তর সম্পাদক মো. নাঈম মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সলজ সরকার, প্রচার সম্পাদক সাগর বৈরাগী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সোহেল শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য উন্নয়ন সচিব মোসা. জেসমিন আক্তার, তদন্ত অফিসার গনেশ বিশ্বাস, কার্যকরী সদস্য মোসা. শিউলি, মো. রবিউল সহ অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সভাপতি মো. মান্না মোল্লা তার বক্তব্যে সাংগঠনিক ও উন্নয়ন শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে জরুরি বলে মত প্রকাশ করেন, তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে অসহায় অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকার প্রয়াস ব্যক্ত করেন।

বিশেষ অতিথি বিশ্বজিৎ চন্দ্র সরকার – তার বক্তব্যে বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে আমরা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটির সকলে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়ত্ব, অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে অধিকার প্রতিষ্ঠায় বধ্যপরিকর থাকতে হবে বলে সকলকে নির্দেশ প্রদান করেন এবং অনুরোধ জানান, তিনি আরও বলেন যে আজ এই বিশ্ব মানবাধিকার দিবসে সকলে হাত তুলে শপথ এর মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে গোপালগঞ্জ জেলাব্যাপী সকল অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে অধিকার প্রতিষ্ঠায় একযোগে সকল ব্যবস্থাদি আইনানুসারে বাস্তবায়ন করতে হবে।

পরে তিনি উপস্থিত সকলের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *