গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান।

ইউনিট অফিসার বিপ্লব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু সহ কার্যকরী সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০২২ সালের কার্যবিবরণী, অডিট রিপোর্ট, আয়- ব্যয় ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২৩ সালের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু। পরে সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *