কোটালীপাড়া উপজেলায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কোটালীপাড়া প্রতিনিধি : গােপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় করােনায় আক্রান্ত হয়ে নিত্যানন্দ বল্লভ ( ৬৮ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।

গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি গােপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসােলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

নিত্যানন্দ বল্লভের বাড়ি উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . সুশান্ত বৈদ্য বলেন , গত ৩ জুন নিত্যানন্দ বল্লভের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানাে হয় । পরে দিন নমুনা রিপাের্টে তার দেহে করােনা সনাক্ত হয় । নিত্যানন্দের অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে গােপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানাে হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *