বাংলাদেশ মৎস্য ডিপ্লোমাধারীদের একক নিয়োগ অধিকার আদায়ের দাবিতে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও মানব-বন্ধন করেছে গোপালগঞ্জ ডিপ্লোমা ইন ফিসারিজ এ অধ্যয়নরত শিক্ষার্থীরা। রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার ব্যানারে তারা ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে। এসময় তারা তাদের দাবি-সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। মানব-বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আশিকুর রহমান (ছোট খান), সাধারণ সম্পাদক তামিম মিয়া, ছাত্রী-বিষয়ক সম্পাদক তমালিকা রায়, নাদিয়া খানম, প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে সরকারি ও বেসরকারি মোট ৫৪টি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থাকলেও মৎস্য ডিপ্লোমাধারীদেরকে কৃষি-ডিপ্লোমা বা অন্যান্য ৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারীদের মতো একক নিয়োগ-বিধি কার্যকর হয়নি। তাই মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধির গেজেট সংশোধন করে মৎস্য ডিপ্লোমাধারীদেরকেও ১০ম গ্রেডে একক নিয়োগের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে মৎস্য ডিপ্লোমাধারীদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন তারা।