কাটালীপাড়ায় তরুণীর আপত্তিকর ছবি দেখিয়ে ব্লাকমেইল : থানায় অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলোয় প্রেমের সম্পর্ক গড়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর অশ্লীল ছবি মোবাইলে তুলে ব্লাকমেইল করার অভিযোগ উঠেছে মিলন কির্তুনীয় (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। মিলন কির্ত্তুনীয়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কাফুলা বাড়ী গ্রামের যুগল কির্ত্তুনীয়ার ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছে ওই ভুক্তভুগী তরুণীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামের যুগল কীর্ত্তুনীয়ার ছেলে মিলন কির্ত্তুনীয়া একই গ্রামের এক তরুণীকে ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং মোবাইলে আপত্তিকর ছবি তুলে রাখে। কিছু দিন পরে মেয়ের বাবা মা সু-পাত্র দেখে ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়।
মেয়েটির বিয়ের পর ওই যুবক তার মোবাইলে ধারণ কৃত অশ্লীল ছবি দেখিয়ে মেয়েটিকে ব্লাকমেইল করতে থাকে এবং বিভিন্ন সময়ে হুমকি দেয়, তার কথা না শুনলে মোবাইলে ধারণকৃত ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। মেয়েটি যুবকের কথায় রাজি না হলে মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
কোটালীপাড়া থানার অভিযোগ তদন্তকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আমরা এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।