দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ আবু সোলাইমান, সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ প্রমুখ।
কর্মসূচিতে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার ও রোভার স্কাউটস’রাও অংশগ্রহণ করে।
আগামী তিন দিনব্যাপি পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজার, আবাসিক এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে মহড়া ও প্রচারাভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *