গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান
গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমান।
জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে রং-বেরঙের বেলুন উড়িয়ে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের রহমান রাশেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এ গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী উপজেলা, মুকসুদপুর উপজেলা, টুঙ্গিপাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলা ও গোপালগঞ্জ পৌরসভা সহ মোট ৬ টি দল অংশগ্রহণ করেন। আগামী ১৫ নভেম্বর একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমান গোপালগঞ্জ জেলা প্রশাসনের সকলকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।