মোল্লাহাটের জাতীয় সমবায় দিবস উদযাপন
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীগণের যৌথ উদ্যোগে ৫ নভেম্বর শনিবার সকাল ৯ টায় এ দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া আলোচনা সভা ও সমবায়দের মাঝে চেক বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, রুবিয়া বেগম ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল সহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ।