টুঙ্গিপাড়ায় শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শোভাযাত্রাটি উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ থেকে বের উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে কলেজের হলরুমে আলোচনা সভা ও কলেজের পাশে বৃক্ষরোপণ করা হয়।
আলোচনা সভায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুর রহমান, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বক্তব্য রাখেন।