উত্তরায় এস এম মান্নান কচি’র নতুন পোশাক শিল্প কারখানার শুভ উদ্বোধন করলেন সাংসদ হাবিব হাসান
রাজধানীর উত্তরায় বিজিএমইএ-এর সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি’র নবনির্মিত পোশাক শিল্প কারখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ পোশাক শিল্প কারখানার শুভ উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ -এর সভাপতি হাবিব হাসান।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নীপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, বিজিএমইএ
– এর পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু, বিজিএমইএ -এর সকল পরিচালকবৃন্দ ও বিভিন্ন পোশাক শিল্প কারখানার মালিকগণ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।