জেলা পরিষদ নির্বাচন- কামরুল ইসলাম বাদল ও শ্রাবণী খানম জয়ী

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (কোটালীপাড়া) সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বক প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। সোমবার সকাল ৯টা থেকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

দুপুর ২টার পরে প্রিজাইডিং কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। তিনি বলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (কোটালীপাড়া) ৫জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে কামরুল ইসলাম বাদল বক প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছে।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে ৫৭ ভোট পেয়েছেন। এছাড়াও চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন হাতি প্রতীকে পেয়েছেন ৩ ভোট, মুজিবুর শেখ উটপাখি প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও মোঃ কামাল হোসেন তালা প্রতীকে কোন ভোট পাননি। অপরদিকে, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ০২ নং সংরক্ষিত ওয়ার্ডে (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) শ্রাবণী খানম হরিণ প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমিলী বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ ভোট।#



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *