বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

 সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ ভাবে বরিশাল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যথাযথ সময়ে মান্যবর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে এই মর্মে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের একটি বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলেছে। সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনার,বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক,বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার বরিশাল সদর উপজেলার বরিশাল জিলা স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাবৃন্দ। ১০টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২৮৭জন। ৩টি উপজেলা- গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আজ ৭টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

৭টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৯৭৯ জন। জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার এর নিদের্শনা মোতাবেক জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত ভোটারদের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভোটাররা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *