গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

গোপালগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মুন্সী মো.আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর
২ টা পর্যন্ত ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে জেলার ৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে (মহিলা সদস্য পদে)
১নং ওয়ার্ডে সারমিন্নাহার অধরা, ২নং ওয়ার্ডে শ্রাবণী খানম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ১নং ওয়ার্ডে (মুকসুদপুর উপজেলা) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, ২নং ওয়ার্ডে (কাশিয়ানী উপজেলা) এস. এম. কামাল সেলিম, ৩নং ওয়ার্ডে (গোপালগঞ্জ সদর উপজেলা) আরমান হাফিজ, ৪নং ওয়ার্ডে (কোটালীপাড়া উপজেলা) মো. কামরুল ইসলাম বাদল এবং
৫নং ওয়ার্ডে (টুঙ্গিপাড়া উপজেলা) বি. এম. তৌফিক হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা গোপালগঞ্জ শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ ভোটার ও জেলাবাসী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *