ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি ১১ অক্টোবর মংগলবার বিকাল ৪টায় শুভদিয়া কে, বি মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান শেখ এর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন ঢালীর সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মল্লিক আবুল কালাম আজাদ, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিদ্দিক আলী, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে আবুল হাসান শেখ ও মিলন ঢালী।