পটুয়াখালীতে বরিশাল ডিএনসির অভিযানে ৪৬০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ০১


বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহকারী পরিচালক ডায়নামিক অফিসার জনাব মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে ডিএনসি বরিশাল গোয়েন্দা শাখার চৌকস অফিসারদের সমন্বয়ে একটি রেইডিং টিমের অভিযানে সর্বমোট ৪৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন দৈনিক শতবর্ষকে জানান, গোপন তথ্য সংবাদ উপর ভিত্তি করে ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল সারে সাতটায় পটুয়াখালী পৌরসভাধীন হেতালিয়া বাধঘাট সেতারা ক্লিনিক রোড ০৯ নং ওয়ার্ডের আবদুল মান্নান দারোগা (অবঃ) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর দন্ডায়মান অবস্থায় পটুয়াখালীর মীরজাগঞ্জ থানাধীন আন্দুয়া গ্রামের বাসিন্দা মৃতঃ ইমান আলী নেগাবানের ছেলে মোঃ আসরাফ আলী নেগাবানকে বিধিমতে তল্লাশি পূর্বক সর্বমোট ৪ হাজার ৬০০ পিস এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
অদ্য অভিযানের সময় পটুয়াখালী ৬ নং ওয়ার্ডস্থ চরপাড়া স্বনির্ভর রোডের বাসিন্দা মোঃ শাহ্ আলম মাতব্বরের ছেলে মোঃ সোহেল (৩০) পলায়ন করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে জদ্বকৃত আলামতসহ পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের ও জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন।