ফকিরহাটে কাটাখালী জননী টেলিকম থেকে  ৬লক্ষ টাকার মোবাইল ফোন চুরি 

ফকিরহাটের কাটাখালী বাস্ট্যান্ডে অবস্থিত জননী টেলিকম মোবাইলের দোকানে দুর্ধষ চুরির
ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের সাটারের দুটি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও প্রায় ছয়
লক্ষ টাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন চুরি করে পালিয়ে গেছে।
চুরি করে যাওয়ার সময় চক্রটি সাটারে নতুন একটা তালা লাগিয়ে গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর
রাতের কোন এক সময় চুরির ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার রাত সাড়ে ১১টায় দিকে তিনি
দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকাল ৯টায় দিকে তিনি দোকানে এসে দেখতে পান দোকানের
সাটারে নতুন একটি তালা লাগানো এবং অপরটি ভাঙ্গা। এতে তার সন্দেহ হয়। বিষয়টি মডেল থানা
পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে। এসময় দোকানের
সকল মালামাল ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখা যায়।
জননী টেলিকমের পারিচালক মো. শরিফুল ইসলাম জানান, চোরেরা মোট ৩৯টি দামি মোবাইল ফোন
চুরি করেছে। এর মধ্যে তিনটি লাইট ডেমী, ৯টি ভিভো ও ১৫টি স্মার্ট ফোন রয়েছে। যার আনুমানিক
বাজার মূল্য প্রায় ৫লক্ষ ৬৫হাজার টাকা।
সিসিটিভি ক্যামেরায় ধারন ফুটেজ অনুযায়ী, ভোর ৬.৯মিনিটের সময় দু’জন চোর ভিতরে প্রবেশ
করে। এবং ৬.১৮ মিনিট সময় পর্যন্ত তারা দু’জনে দোকানে থাকা মোবাইল ফোন চুরি করে তাদের
ব্যাগে রাখে। তাদের দু’জনের মাথায় ক্যাপ ও মাস্ক পরা ছিল।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন
করেছে। এ কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।#


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *