পিরোজপুরে মামলা-হামলা করে হয়রানির অভিযোগ , শ্বশুরের বিরুদ্ধে

পিরোজপুর শহরে লিটন নামের এক ব্যবসায়ীকে মামলা ও হামলার অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শালীর বিরুদ্ধে। ঘটনার বিবরণ: জানা গেছে পিরোজপুর সদর উপজেলা ৫ নং ওয়ার্ডের বলেশ্বর ব্রিজ সংলগ্ন হোটেলের ব্যবসা করেন লিটন শেখ। ১৯ বছর আগে হুলারহাটে মোঃ নুরুল আমিনের মেয়ে নাসরিন সুলতানা নীপা কে বিয়ে করেন লিটন।তার পর থেক বিভিন্ন অজুহাতে লিটনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা ধার বাবদ নেন লিটনের শশুর ও তার শালী নাজনিন সুলতানা নীলা।

লিটন সে টাকা চাইলে বাধে বিপত্তি। একের পর এক হামলা ও মামলা করে লিটনের উপর। স্থানীয় ব্যবসায়ী মোঃ জুয়েল সরদার জানান বিভিন্ন সময়ে তাঁর সম্মুখে লিটনের স্ত্রীকে ও লিটনকে তার শশুর এবং শালী বিভিন্ন সন্ত্রাসী লোকজন নিয়ে হামলা করে আসছে। পরবর্তীতে লিটনের বিরুদ্ধে একটি মামলাও করেন তারা। লিটনের স্ত্রী নাসরিন সুলতানা নীপা জানান আমার স্বামীর কাছ থেকে আমার বাবা ও বোন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে অনেক টাকা ধার নেয়, আমার স্বামী সেই টাকা ফেরত চাইতে গেলে বিগত ২৮ মার্চ তারা সন্ত্রাসী লোকজন নিয়ে আমার স্বামীর দোকানে হামলা ও ভাঙচুর করে তার ধারণকৃত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমি তখন বাধা দিতে গেলে আমাকেও তারা মারধর করে।

আমার স্বামী তখন দোকানে উপস্থিত ছিল না।পরে আমার স্বামী ও আমার বিরুদ্ধে তারা একটি মামলা দেয়।ঘটনাস্থলে উপস্থিত আবুল কালাম সর্দার জানান লিটনের শ্বশুর ও শালি বিভিন্ন সম্পদ সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে লিটনের দোকানে হামলা ও ভাঙচুর করে এ সময় লিটনের স্ত্রীকে ও মারধর করে। আমরা উভয়কে নিভৃত করি পরে শুনেছি লিটনের বিরুদ্ধে তারা একটি মামলা দিয়েছে। অথচ লিটন তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। অভিযুক্ত নুরুল আমিনকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটা আমাদের পারিবারিক ব্যাপার সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *