ফকিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী  দিবস উপলক্ষে মানববন্ধন 

মোল্লাহাটে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে
নির্বাচনী জনসভায় শক্তিশালী বোমা নিক্ষেপ করে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল
উদ্দিন কে হত্যার চেষ্টা করা হয়। এই হামলায় আওয়ামী লীগের ৯জন নেতা-কর্মী নিহত এবং
শতাধিক আহত হন।
এরই প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শুক্রবার বিকেল
৫টায় কাটাখালী মোড়ে ২১তম সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। সদস্য
সচিব কাজী বেলাল সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি শেখ আ. রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, আওয়ামী লীগ নেতা
সমারেশ রায় চৌধুর, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা,
মো. জাহিদুল ইসলাম মোড়ল, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
সমাবেশের বক্তরা ঘটনার সাথে জড়িত দোষীদের বিচার ও ফাঁসির দাবী করেন। এসময় আওয়ামী লীগ
ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *