মোল্লাহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভষ্মিভূত
বাগেরহাটের মোল্লাহাট মাত্র কয়েক মিনিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। উপজেলার বড়গাওলা গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় দেবু গাইনের বসতি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। অসতর্কতা বসত উক্ত সন্ধ্যা প্রদীপের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মাঝে উক্ত আগুন পুরো ঘরে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে গ্রামের শত শত লোক ছূটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। অন্তত ৩০/৪০ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা। ততক্ষণে উক্ত বসতি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, কাপড়, গোলার ধান ও তিন বস্তা চাল সহ সর্বস্ব পুড়ে ভষ্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দেবু গাইন বলেন, তাঁর সর্বস্ব পুড়ে গেলেও ঈশ্বরের কৃপায় পরিবারের সকলে অক্ষত আছেন, তিনি আরো বলেন, তার একটি মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, সবকিছুর সাথে তার কাগজপত্র পুড়ে গেছে, সে যেন পরীক্ষা দিতে পারে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, ওই পরিবারকে সাধ্যমত সহযোগিতা করা হবে। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।