বরিশাল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতার নজীরবিহীন উদাহরণ। আসান্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো বরিশালে অনুষ্ঠিত হলো সামাজিক সম্প্রীতি সমাবেশ। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর তারিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুনসহ আরো অনেকে। অতিথিরা বাংলাদেশের সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *