মানবতার ফেরিওয়ালা বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্

 আবারও মানবতার সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ্। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করা বরিশাল নগরীর এক নরসুন্দরের পরিবারের আবেদনের তিন ঘন্টার মধ্যেই স্বজনদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। শনিবার ১৭ সেপ্টেম্বর তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন। শনিবার নগরীর সরকারি বরিশাল কলেজ সংলগ্ন রজনীগন্ধ্যা কমিউনিটি সেন্টারে বরিশাল জেলা নরসুন্দর কল্যান সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্বকর্মা পুজার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগরীর সাগরদী গাওসিয়া সড়ক নিবাসী ও একই এলাকার জয় হেয়ার ড্রেসার নামক প্রতিষ্ঠানের নরসুন্দর স্বপন চন্দ্র শীলের স্ত্রী রিতা রানী শীল জানান, তার স্বামী গত একবছর যাবত অসুস্থ্যতায় ভুগছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় স্বপন চন্দ্র শীল যেমন আরো অসুস্থ হয়ে পড়ছেন তেমনি কর্মস্থলে যেতে না পারায় সংসারের ভরণপোষনও চালাতে পারছেন না। কমপক্ষে তিন লাখ টাকা হলে তার স্বামীকে অপারেশন করে সুস্থ্য করে তোলা সম্ভব বলে জানান রিতা রানী। তার এ অসহায়ত্বের কথা শুনে মাননীয় মেয়র সাদিক আবদুল্লাহ্ স্বপন শীলের অপারেশনের পুরো টাকা দেয়ার কথা বলে অনুষ্ঠান শেষে বাসায় দেখা করতে বলেন। পরবর্তীতে রিতা রানী তার পুত্র জয় শীলকে সাথে নিয়ে আজই কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে দেখা করেন। এসময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্বপন শীলের চিকিৎসার জন্য নগদ তিন লাখ টাকা রিতা রানী শীলের হাতে তুলে দেন। আর্থিক সহায়তার অর্থ পেয়ে অশ্রুশিক্ত সংবরণ করতে না পারা রিতা রানী বলেন, তার আত্মবিশ্বাস ছিলো মেয়রের সাথে দেখা করে তাদের দুরবস্থার কথা জানালে তিনি তাদের ফিরিয়ে দিবেন না। রিতা রানী আরো বলেন , মাননীয় মেয়র মহোদয় তার বিশ্বাসের পুরোটাই বাস্তবায়ন করে চিকিৎসার পুরো টাকাই তার স্বামীর চিকিৎসার জন্য দিয়েছেন। টাকাগুলো হাতে পেয়ে মেয়র মহোদয়ের জন্য রিতা রানী দু’হাত তুলে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন বলেন সৃষ্টিকর্তা যেন তাঁকে র্দীঘজীবী করে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *