বরিশালে এবছর ৬’শত পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

 হিন্দু (সনাতন) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে বরিশাল জেলার সর্বমোট ৬ শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার ব্যপক আয়োজন। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর শুভারম্ভর মধ্য দিয়ে শুরু হবে এই মহাউৎসব।

আজ ১৭ সেপ্টেম্বর শনিবার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ-শিল্পীরা। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী জানান, সনাতন ধর্মীয় এ উৎসবকে ঘিরে চলছে চারদিকে আনন্দের সাজ সাজ রব।

এরইমধ্যে সেচ্ছাসেবক নির্ধারণসহ মণ্ডপ ও মন্দিরের আঙিনার সার্বক্ষনিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। যদিও অনেক মন্দির প্রাঙ্গণে আগে থেকে সিসি ক্যামেরা রয়েছে। তিনি আরও জানান, এবছর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র থেকে পাঠানো ২৬ দফার নির্দেশনা সব মন্দির ও পূজা কমিটির কাছে পাঠানো হচ্ছে এবং এ নির্দেশনা মেনেই সবাইকে এবছর পূজা উদযাপন করার অনুরোধ করা হয়েছে। বরিশাল জেলায় এ বছর সর্বমোট ৬০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে,তার মধ্যে বরিশাল মহানগরীতেই ৪৫টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া জেলায় এ বছর নতুন ১১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে কিছু জরুরি দিক নির্দেশনা দেওয়া হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের। আবার পূজা উদযাপন পরিষদ থেকেও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সাইফুল ইসলাম বলেন, সাদা পোশাকে আমাদের পুলিশি টহল চলমান থাকবে। এছাড়া র‌্যাব-আনসার বাহিনীসহ অন্যান্য সংস্থা নিয়োজিত থাকবে সার্বক্ষনিক , তবে কোথাও কোনো ব্যত্যয় ঘটলে আমাদের অবগত করবেন। যত বেশি আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *