উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরহাট মডেল মসজিদ বললেন  ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আজমল হক

বাগেরহাট জেলার ফকিরহাটে ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় নির্মানধীন ফকিরহাট মডেল মসজিদ পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের   খুলনা বিভাগীয় পরিচালক আজমল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ,ফিল্ড সুপারভাইজার আবুল কাসেম, আলমগীর হোসেন, ওলিউর রহমান,শাহ জাহান,ও ফকিরহাট উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনি,ফকিরহাট প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী প্রমুখ।
পরিদর্শন শেষে বিভাগীয় প্রধান আজমক হক জানান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। তারই ধারাবাহিকতায়
ফকিরহাট মডেল মসজিদটির নির্মান কাজ প্রায় শেষের পথে। প্রধানমন্ত্রীর অনুমতি মিললেই আগামী ডিসেম্বর মাসে উদ্বোধন হতে পারে বলে তিনি জানান ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *