ফকিরহাটের আমির হামজা দাখিল মাদ্রাসায় নৈশ্য প্রহরীকে আটকে রেখে চুরি সংঘটিত।

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামে হযরত আমির হামজা(রাঃ) দাখিল মাদ্রাসায় শনিবার দিবাগত রাতে নৈশ্য প্রহরী মোঃ রাজু শেখ(২৬) কে এক ঘরে তালাবদ্ধ করে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
সকালে এ ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার  ও ফকিরহাট মডেল থানার এস আই ওমর আলী সহ মডেল থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ মোজাফ্ফর হোসাইন জানান, গতরাতে তার মাদ্রাসার নৈশ্য প্রহরীকে দুষ্কৃতিকারীরা আটকে রেখে মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তিনটি আলমারি ভাঙচুর করে নগদ অর্থ চুরি করে নেয় এবং শিক্ষকদের মূল্যবান কাগজপত্র এলোমেলো করে রেখে যায। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় জানানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ফকিরহাটে বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে। এ নিয়ে ফকিরহাট বাসীর মধ্যে সর্বত্র চুরির আতঙ্ক বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *