বঙ্গবন্ধুর সমাধিতে বিএমএসএফ -এর কেন্দ্রীয় ও গোপালগঞ্জের নবগঠিত নেতৃবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) -এর কেন্দ্রীয় ও গোপালগঞ্জের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোপালগঞ্জ জেলা শাখা এক বছর মেয়াদে কমিটি গঠন করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন।
গোপালগঞ্জ জেলায় ইতিপূর্বে যে সাংবাদিক বন্ধুগণ সংশ্লিষ্ট ছিলেন, আছেন কিন্তু সাংগঠনিক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন যুক্ত নেই তাদেরকেও যুক্ত করার সুযোগ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ তালিকা কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করে গোপালগঞ্জ জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়ার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
এসময় কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেন, অসহায় নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে আমরা কাজ করে থাকি। বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহাম্মেদ, কার্যকরী সভাপতি সাইদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু’র নেতৃত্বে গোপালগঞ্জ জেলা বিএমএসএফ নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রহমান জুয়েল সাধারন সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র নবগঠিত কমিটি নিম্নরূপঃ উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ( জেলা কমান্ডার) রেজাউল হক সিকদার রাজু (সাবেক পৌর মেয়র) গাজী মাসুদুর রহমান (সাবেক চেয়ারম্যান টুঙ্গিপাড়া) রফিকুল ইসলাম রফিক (সাবেক সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগ)।