বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
নকল ব্যাটারীর পানি তৈরি, অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান সহযোগে খাদ্য পণ্য তৈরি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয়ের অপরাধে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭০,০০০/- জরিমানা করা হয়। গত ০৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরিশাল মহানগরীর কাশিপুর বাজার,ফিসারি রোড এবং বৈদ্য পাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আলোকে বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদপ্তেরর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব অপূর্ব অধিকারী,সহকারী পরিচালক সূমি রানী মিত্র,সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশাহ্ শোয়াইব মিয়া। উক্ত অভিযান চলাকালে নকল ব্যাটারির পানির কারখানা, হোটেল রেস্তোরাঁ, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০১ টি ব্যাটারির কারখানাকে ৫০,০০০/-, ০৩টি হোটেল রেস্তারাঁকে ১৮,০০০/- এবং ০১ টি মুদি দোকানকে ২,০০০/-টাকা জরিমানা আরোপ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।