গোপালগঞ্জে বেপরোয়া গতিতে চলা মটরসাইকেল কেড়ে নিয়েছে দুই বন্ধুর প্রাণ।
সোমবার (২৯ আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়ীয়া নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু অপূর্ব রায় (২৭) ও তরিকুল শেখ (২৮) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, কোটালীপাড়া থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধু তরিকুল শেখ ও অপূর্ব রায় জেলা সদরে ফেরার পথে গোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে সেখানে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই দুই বন্ধু তরিকুল শেখ ও অপূর্ব রায় নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন, গোপালগঞ্জ বড়বাজারের তরিকুল চাউল ভান্ডারের মালিক বাবুল শেখের ছেলে তরিকুল শেখ। তার বাড়ি সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এবং সদর উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায়
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। এছাড়াও তাদের অকাল মৃত্যুতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, বড় বাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি দাউদ শেখ সহ অন্যর গভীর শোক প্রকাশ করেছেন।