বরিশালে মানববন্ধন করেছে ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
চা শ্রমিকদের দৈনিক তিনশ টাকা মজুরীর দাবীতে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরিশাল। ধ্রুবতারা’র বরিশাল বিভাগীয় সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ধ্রুবতারা জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সাবেক সভাপতি এ্যাড এ কে আজাদ, ট্টেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এম এ জলিল, বাংলাদেশ প্রগতি লেখক বরিশাল জেলার সভাপতি কবি অপূর্ব গৌতম, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের প্রতিনিধি সঞ্জিব সিংহ বর্মন, উন্নয়ন সংগঠক কাজী এনায়েন হোসেন শিপলু,দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশালের নেতা সুজয় শুভ, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ ও জেলা সভাপতি মোঃ জাবের, সাধারণ সম্পাদক শাফিন ও সাংগঠনিক মোঃ রাকিব সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ধ্রুবতারা সদস্য আলামিন শুভ, শ্রেষ্ঠ পাড়ি, মাশরাফি, অমিত ভাংড়া, উল্লাস মালি, সুজন কর্মকার ও অন্যান্যরা।