গোপালগঞ্জ কাশিয়ানীতে বাথানডাঙ্গা বাজারে চুরি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা বাজারে এজেন্ট ব্যাংক এশিয়া লিমিটেড ও বিকাশ এজেন্টের দোকানে চুরি সংঘটিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট ২২) রাতে উপজেলার বাথানডাঙ্গা বাজারে হাসানের এজেন্ট ব্যাংক এশিয়া লিমিটেড ও বিকাশ এজেন্টের দোকানে এ চুরি সংঘটিত হয়। শনিবার সকালে এজেন্ট ব্যাংক এশিয়া লিমিটেড ও বিকাশ এজেন্টের মালিক চুরির ঘটনাটি টের পায়। তিনি বলেন, আমাদের বাজারে সোনা মিয়া নামে এক জন নৈশপ্রহরীর ডিউটি ছিল। উল্লেখিত চুরির রাতে নৈশপ্রহরী স্বপনের ডিউটি করার কথা কিন্তু কেন সোনা মিয়াকে টাকা দিয়ে ডিউটি করানো হল।

এবং চুরির ঘটনা জানার সাথে সাথে বাজার কমিটির সাথে মিটিং করে নৈশপ্রহরী সোনা মিয়াকে খবর দিলে সে মিটিয়ে উপস্থিত হয় নাই। ইহাতে আমার সন্দেহ হয় যে এই চুরি ঘটনায় বাজারের নৈশপ্রহরীরা জড়িত আছে। তিনি বলেন, রাতের কোন এক সময় আমার এজেন্ট ব্যাংক এশিয়া লিমিটেড ও বিকাশ এজেন্টের পাশে থাকা পিতার দোকানের সাটারের থালা ভেঙ্গে ভিতরে ডুকে দুই ক্যাশে থাকা ২লক্ষ টাকা নিয়ে যায়।

আমি কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বাথানডাঙ্গা বাজারের ঔষদের দোকানদার আক্কাস মাষ্ঠার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মিরাজসহ অনেকে চুরি সংঘটিত হবার ঘটনা স্বীকার করে বলেন, বাজারে হাসানের এজেন্ট ব্যাংক এশিয়া লিমিটেড ও বিকাশ এজেন্টের দোকানে চুরি সংঘটিত হয়েছে এবং তার ক্যাশে থাকা ২লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে আমরা হাসানের কাছে শুনেছি। কাশিয়ানী থানার ওসি তদন্ত ফিরোজ আলম বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *